সিরাজগঞ্জে পাল্টাপাল্টি হামলার অভিযোগ আ.লীগ-বিএনপির

সিরাজগঞ্জসিরাজগঞ্জে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে। হামলায় উভয়দলের বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (১০ ডিসেম্বর) বিকাল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উচ্চ আদালতের রায়ে সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়ন বৈধ ঘোষণার খবরে শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল গ্রামে এলজিইডি মোড়ে সোমবার বিকালে বিএনপি নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করে। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলে হামলা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম চার্লি, বিএনপি কর্মী শফিকুল ইসলাম, রেজাউল কামরুল পান্নাসহ ৯ জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও উত্তর সারটিয়ায় বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে আওয়ামী লীগ কর্মীরা তাদের ধাওয়া দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এদিকে ধুকুরিয়ায় বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে ছানোয়ার হোসেন ছানু নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে মারধর করে। শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর-ই আলমের নেতৃত্বে বিকালে চক শিয়ালকোল এলাকায় বিএনপির মিছিল বের হয়। সেসময় আওয়ামী লীগের অতর্কিত হামলায় বিএনপির ৭/৮ জন নেতাকর্মী আহত হন। এ সময় ইউনিয়ন বিএনপি নেতা জিব্রাইলের বাড়িঘরে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘শিয়ালকোলে ইউনিয়নের খুকুরিয়া গ্রামে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইসহাক আলীর বাড়ি ও গরুর খামারে অগ্নিসংযোগ, দোকানে লুটপাট ও ভাঙচুর করেছে সরকার দলীয় লোকজন। সদর উপজেলার বেশ কিছু স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এছাড়া চক-শিয়ালকোলে বিএনপি নেতা জিব্রাইলের বাড়িঘর ভাঙচুর করেছে আওয়ামী লীগের লোকজন।’
এ ব্যাপারে শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু সাংবাদিকদের বলেন, ‘বিএনপির লোকজন উসকানিমূলক মিছিল বের করে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর বেশ কিছু স্থানে হামলা চালিয়েছে। এতে আওয়ামী লীগ ও যুবলীগের অন্তত ৪/৫ জন নেতাকর্মী আহত হন।’

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিয়ালকোল ইউনিয়নের খুকুরিয়ায় ইসহাক আলীর বাড়ি ও গরুর খামারে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন তা নিয়ন্ত্রণ করে। কে আগুন লাগিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। শিয়ালকোল ইউনিয়নে বিকাল থেকে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটলেও পুলিশ তা নিয়ন্ত্রণ করে। সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে থানায় মামলার প্রক্রিয়া চলছে।’