পাঁচবিবিতে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ১, রিভলবার উদ্ধার

জয়পুরহাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন আহতজয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছানা মিয়া নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২১ জানুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, গুলিবিদ্ধ ব্যক্তি ডাকাতদলের সদস্য। ঘটনাস্থল উপজেলার চাঁনপাড়া সড়ক থেকে একটি রিভলভার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আহত ছানা মিয়াকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ছানা মিয়া পাঁচবিবি উপজেলার ঝিনাইল গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে। তার বিরুদ্ধে পাঁচবিবিসহ জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও অপহরণের ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, ভোর রাতে একদল ডাকাত চাঁনপাড়া সড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সংবাদ পেয়ে টহল পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় অন্যান্য ডাকাতরা পালিয়ে গেলেও ছানা মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।