রোগী হয়রানির অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতে ৪ দালালের সাজা

01সিরাজগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানির অভিযোগে চার দালালকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২০ অক্টোবর) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুর রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পৌর এলাকার হোসেপুর মহল্লার আনোয়ার শেখ (৪২), একই মহল্লার মামুন শেখ (৩৬), লাভলু ওরফে লাবু (৪৭) এবং মালশাপাড়া মহল্লার শহীদুল শেখ (৪২)।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ইন্সপেক্টর ওয়াশিম আলী জানান, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র হাসপাতালে আসা রোগীদের নানাভাবে হয়রানি করে আসছিল। সম্প্রতি এসব দালালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের রেজুলেশন জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের অন্যান্য দফতরে পাঠানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সেখানে অভিযান চালিয়ে চার দালালকে আটক করা হয়। এরপর দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক মো. আনিসুর রহমান প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেন।