রাজশাহী সীমান্তে তিন জেলেকে ফেরত দিলো বিএসএফ

ফেরত আসা তিন জেলেরাজশাহীর বাঘা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি তিন জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৮টায় দিকে তাদের আটক করা হয়। পরে বিকালে তাদের ফিরিয়ে আনা হয়।

ফেরত আসা জেলেরা হলেন, বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের মোহাম্মদ বাবু (২২), চারঘাটের রাওথা গ্রামের এনামুল হক (৪৫) ও একই গ্রামের হাসিবুল ইসলাম (৩৫)।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে বাঘা ও চারঘাট উপজেলার সীমান্তের মীরগঞ্জ ও রাওথার পদ্মা নদীর মাঝামাঝি স্থানে মাছ ধরতে যায় জেলেরা। এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলংগী থানার খাসমহল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে মীরগঞ্জ ক্যাম্পের বিজিবি ও খাসমহল ক্যাম্পের বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। এ বৈঠকে আটককৃতদের বিকাল ৪টার দিকে বিজিবি’র হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আবদুল মান্নান বলেন, ‘আমাদের কাছে বিএসএফ সকাল সাড়ে ৯টায় একটি ম্যাসেজ দেয়। ভারতের সীমান্তের মধ্যে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে ৩ বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছে। তারপর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়েছে। আটককৃতদের বাঘা থানায় সোপর্দ করা হবে।’

এর আগে ২৩ নভেম্বর ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ বাংলাদেশি দুই কৃষককে আটকের পর তাদের বিরুদ্ধে জলংগী থানায় মামলা করে।