করোনা উপসর্গে রাবি অধ্যাপকের মৃত্যু

অধ্যাপক ফকরুল ইসলামকরোনা উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপক ফকরুল ইসলাম (৮৬) মারা গেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনি মৃত্যুবরণ করেন। বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

এর আগে বুধবার (১ জুলাই) করোনা উপসর্গ নিয়ে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক ল্যাব সহকারী মারা যান।

ডা. সাইফুল ফেরদৌস বলেন, 'দুপুর ১টার দিকে ফকরুল ইসলামকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। করোনা উপসর্গ থাকায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তির প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই তিনি মারা যান। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।’

ইমেরিটাস অধ্যাপক ফকরুল ইসলামের মরদেহ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

অধ্যাপক ফকরুল ইসলাম ফলিত রসায়ন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ছিলেন। তার বাড়ি রাজশাহী নগরীর কাজিহাটা এলাকায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, 'অধ্যাপক ফকরুল ইসলাম অ্যাকাডেমিক কাজের পাশাপাশি প্রশাসনিক কাজেও বেশ দক্ষ ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।' বাদ মাগরিব নগরীর হেতেম খাঁ গোরস্থানে তার দাফন করা হবে বলেও জানান অধ্যাপক লুৎফর রহমান।