বগুড়ায় আ.লীগ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বগুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আবদুল মতিনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সোমবার (১ মার্চ) জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন। মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ পেতে ব্যর্থ হওয়ায় তারা জামানতের টাকা ফেরত পাবেন না।

Bogura--01-03-21-Picture-02বগুড়া নির্বাচন অফিস সূত্র জানায়, গত রবিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। তিনি পেয়েছেন, ৮২ হাজার ২১৭ ভোট। আর ৫৬ হাজার ৯০ ভোট পেয়ে তার নিকটতম হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে দল থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী (জগ) আবদুল মান্নান আকন্দ। ২০ হাজার ৮৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী মাওলানা আবদুল মতিন পেয়েছেন ছয় হাজার ১৯১ ভোট।

ওই পৌরসভায় মোট ভোটার দুই লাখ ৭৫ হাজার ৮৭০ জন। মোট ভোট পড়েছে এক লাখ ৬৪ হাজার ৫৮৭। ভোট সংগ্রহের হার ৫৯ দশমিক ৮৫ শতাংশ।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ জানান, মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ হচ্ছে ২০ হাজার ৫৭৩ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ২০ হাজার ৮৯ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছয় হাজার ১৯১ ভোট পেয়েছেন। তারা কাঙ্খিত ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে।