নওগাঁয় করোনা আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড

করোনায় আক্রান্ত এবং মৃত্যুতে একদিনে নতুন রেকর্ড গড়েছে নওগাঁ। গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু এবং ৬৭ জন আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (০১ জুন) নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় ইতোমধ্যে একদিনে এতো বেশি আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা ঘটেনি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মহাদেবপুরে এক, নিয়ামতপুরে এক এবং পোরশায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ৪৩ জনে দাঁড়ালো।

গত ২৪ ঘণ্টায় সদর উপজেলায় ১৪, মহাদেবপুরে চার, মান্দায় এক, পত্নীতলায় এক, ধামইরহাটে পাঁচ, নিয়ামতপুরে ৩৭, সাপাহারে দুই এবং পোরশায় তিনজন আক্রান্ত হয়েছেন। মোট শনাক্তের হার ৩৪ দশমিক এক শতাংশ। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দুই হাজার ৩০১ জন।

গত ২৪ ঘণ্টায় ১১৮ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ২২ হাজার ৩৪৯ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন এবং আইসোলেশনে আছেন নয়জন।