শৃঙ্খলা ভঙ্গ, বগুড়া পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বহিষ্কার

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বগুড়া পৌর (দক্ষিণ) শাখার সভাপতি নাসিমুল বারী নাসিমকে সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা
ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত এর সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে নাসিমুল বারী নাসিমকে ১৭ জুন থেকে বগুড়া পৌর শাখার (দক্ষিণ) সভাপতির পদ থেকে বহিষ্কার করা হলো।

জুলফিকার রহমান শান্ত জানান, সম্প্রতি দলীয় কার্যালয়ে জেলা সভাপতি সাজেদুর রহমান শাহিনের সঙ্গে অসৌজন্য আচরণের কারণে নাসিমকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার সাধারণ সদস্য পদ রয়েছে।

বহিষ্কার প্রসঙ্গে নাসিমুল বারী নাসিম দাবি করেন, তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক এর আগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। এ বিষয়ে সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দও অবগত নন। গঠনতন্ত্রের ৩৪ ধারামতে তাকে বহিষ্কার করা সঠিক হয়নি। এ সিদ্ধান্ত তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও সংগঠনের জন্য ক্ষতিকর। তিনি এ বিষয়ে অবিলম্বে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপ কামনা করেছেন।