বগুড়ায় একদিনে ১৭ জনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ও উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জনের করোনা ও আটজনের উপসর্গ ছিলো। একই সময়ে ১৩৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. ফারজানুল করিম নির্ঝর।

করোনায় মৃতরা হলেন- বগুড়া সদরের আবদুল মতিন (৬০), মইনুল ইসলাম (৭০) ও তহমিনা খাতুন (৪৭); কাহালুর হাজেরা বেগম (৪৫) ও লাইলী বেগম (৫৫); নন্দীগ্রামের শামসুল হক (৬০); সারিয়াকান্দির রুবি বেগম (৫০); সোনাতলার মোজাহার আলী (৫৫) এবং রফিকুল ইসলাম (৬৫)।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শুক্রবার (২৪ জুলাই) দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় ৪৯৭টি নমুনা পরীক্ষায় ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৬৫, জিন এক্সপার্ট মেশিনে ১২টি নমুনায় ৭, এন্টিজেন পরীক্ষায় ১৫৪টি নমুনায় ৪৯ এবং টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৯টি নমুনায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তের হার ২৭ দশমিক ৯৬ শতাংশ। এর মধ্যে সদরে ৭৫, শাজাহানপুরে ১৫, গাবতলীতে ১৪ জন, দুপচাঁচিয়ায় ৮, শেরপুরে ৭, কাহালুতে ৬, সারিয়াকান্দি ও শিবগঞ্জে চারজন করে এবং নন্দীগ্রাম ও ধুনটে তিনজন করে আক্রান্ত হয়েছেন। এ সময়ে সুস্থ হয়েছেন ২২৯ জন।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ হাজার ৭৫৬ জনে। ১৬ হাজার ৪৭৮ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৫৬৩ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৭১৫ জন।