শিশুকে যৌন হয়রানির অভিযোগে শ্রম অধিদফতরের উপপরিচালক গ্রেফতার

শিশুকে যৌন হয়রানির অভিযোগে রাজশাহীর শ্রম অধিদফতরের উপপরিচালক মনিরুল আলম ওরফে বরিককে (৫২) গ্রেফতার করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস।

গোলাম রুহুল কুদ্দুস জানান, সোমবার সকালে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ঝাউতলা মোড় এলাকার একটি পুকুরে আট বছরের এক মেয়েশিশু গোসল করতে গিয়েছিল। তার বয়স আট বছর। সে পানিতে সাঁতার কাটছিল। এ সময় মনিরুল আলম তাকে যৌন হয়রানি করেন। বাড়ি গিয়ে শিশুটি তার মাকে ঘটনাটি বলে। শিশুটির মা এর প্রতিবাদ জানাতে মনিরুলের বাসায় যান। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর ফলে এলাকার মানুষও ঘটনাটি জানতে পারেন। এ সময় প্রায় ১৫০ জন নারী-পুরুষ মনিরুলের বাসা ঘিরে রেখে পুলিশে খবর দেন। পরে রাজপাড়া থানা পুলিশ গিয়ে তাকে থানায় নেয়।

তিনি আরও জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ মামলায় মনিরুল আলমকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।