রাসায়নিক কারখানায় ‘শ্বাসকষ্টে’ নারীর মৃত্যু

বগুড়ার শেরপুরের মির্জাপুর এলাকায় এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বুধবার (২০ অক্টোবর) বিকালে ঝর্ণা বেগম ওরফে আশেয়া বেগম (৪৮) নামের এক রান্না সহকারীর শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানাতে পারেননি।

রাতে বিষয়টি প্রচার হওয়ার পর শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজের মালিকানাধীন কারখানার ডরমিটরিতে ওই নারী রান্নার কাজ করতেন। লাশ মর্গে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি গ্রামের সোলায়মান আলীর স্ত্রী ঝর্ণা বেগম মির্জাপুর এলাকার ওই কারখানায় রান্নার কাজ করতেন। বিকালে রান্না করার সময় হঠাৎ শ্বাসকষ্ট হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে তাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অভিযোগ, কারখানা থেকে নিঃসৃত বিষাক্ত গ্যাসে তিনি মারা গেছেন। ওই ঘটনায় আরও ২-৩ জন অসুস্থ হলেও তাদের কথা স্বীকার করা হচ্ছে না। তাদের গোপনে অন্যত্র চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি শহিদুল ইসলাম আরও জানান, ঝর্ণার মৃত্যুর প্রকৃত কারণ চিকিৎসকও বলতে পারেননি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। তবে আরও কেউ অসুস্থ হয়েছেন কি-না সে বিষয়ে খোঁজ নেওয়া হবে।