রাজশাহীতে ২৪ ঘণ্টায় ৮৬ জন গ্রেফতার

রাজশাহীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ। এর মধ্যে রাজশাহী মহানগরের ৪৬ ও জেলার বিভিন্ন স্থানের ৪০ জন রয়েছেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা ৯, রাজপাড়া থানা ৬, চন্দ্রিমা থানা ২, মতিহার থানা ৫, কাটাখালী থানা ২, বেলপুকুর থানা ১, শাহমখদুম থানা ২, পবা থানা ৫, কাশিয়াডাঙ্গা থানা ৩, কর্ণহার থানা ৭, দামকুড়া থানা ১ ও ডিবি পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। এর মধ্যে ১২ জন ওয়ারেন্টভুক্ত, ২৪ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলার আসামিদের হেফাজত থেকে মোট ১০১.৩ গ্রাম হেরোইন, ১৪.৪ লিটার দেশি মদ, ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬৫ গ্রাম গাঁজা ও এক লিটার ফেনসিডিল উদ্ধার করা হয়।

এদিকে, রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখার আলম জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে মোট ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানা ১০, তানোর থানা ১০, মোহনপুর থানা ২, বাগমারা থানা ৭, দুর্গাপুর থানা ৩, পুঠিয়া থানা ২, চারঘাট মডেল থানা ২ ও বাঘা থানা ৪ জনকে গ্রেফতার করে। এর মধ্যে ১৪ জন ওয়ারেন্টভুক্ত, ১৮ জন মাদকদ্রব্যসহ ও ৮ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। মাদক মামলার আসামিদের কাছ থেকে বিভিন্ন মাদক উদ্ধার করা হয়েছে।