সকালে ফিরলেন কর্মস্থল থেকে, দুপুরে শ্মশানের গাছে ঝুলছে লাশ

বগুড়ার শাজাহানপুরের মাদলা ইউনিয়নের চাঁচাইতারায় শ্মশানঘাটের গাছ থেকে মো. সজল (৩১) নামে এক যুবকের (৩২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ নভেম্বর) দুপুরে শাজাহানপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সজল শাজাহানপুর উপজেলার মাঝিরা এলাকার অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মৃত ইব্রাহিমের ছেলে। তিনি চট্টগ্রামে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। শাহাজানপুর উপজেলার দাশুয়া গ্রামের এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিবাহিত ওই মেয়ের পরিবার বিষয়টি জেনে গেলে ছয় মাস আগে তাদের সম্পর্ক ছিন্ন হয়। এরপর থেকে সজল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। শনিবার সকালে তিনি কর্মস্থল চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। দুপুরে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

বেলা ১টার দিকে এক নারী শ্মশানে পাতা কুড়াতে যান। তিনি সেখানে গাছের ডালের সঙ্গে লাশটি দেখেন। খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা শ্মশানে ছুটে যান। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ সেখানে আসে। লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, তার শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। তবে মুখে সামান্য রক্ত ছিল।

শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা মনে হচ্ছে। প্রেমে ব্যর্থ হয়ে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এরপরও তার মৃত্যুর কারণ জানতে লাশ মর্গে পাঠানো হয়েছে।