ইউপি চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে গৃহকর্মীর ধর্ষণ মামলা

বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এনামুল হকের (৫২) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এক নারী (৩৫) মামলা করেছেন।

বুধবার (২৪ নভেম্বর) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি করেন তিনি। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) নরেশ মুখার্জি জানান, বিচারক মামলাটি আমলে নিয়েছেন। তদন্ত করে ১০ দিনের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এজাহারে বলা হয়েছে, ২০২০ সালে এনামুল হক এনামুলের বাড়িতে গৃহকর্মীর কাজ নেন ওই নারী। দারিদ্রতার সুযোগ নিয়ে এবং বিয়ের কথা বলে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এরপর একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ওই গৃহকর্মী অনৈতিক সম্পর্ক থেকে সরে আসতে চাইলে তাকে হুমকি দেওয়া হয়। এরপর আবারও ধর্ষণ করেন। দীর্ঘদিন এভাবে চলার পর বিয়ে করতে অস্বীকৃতি জানান এনামুল। বাধ্য হয়ে মামলা করেছেন ভুক্তভোগী।

এ বিষয়ে এনামুল হক রুমি জানান, তিনি মামলার বিষয়ে কিছু জানেন না। তার বাড়িতে এই নামে কোনও গৃহকর্মীও ছিল না। 

তৃতীয় ধাপে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর নির্বাচন।