মেয়র আব্বাস কারাগারে 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে মন্তব্যের ঘটনায় গ্রেফতার রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে এই আদেশ দেন মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমার।

এর আগে সকাল ৮টার দিকে আব্বাসকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে রিমান্ড ও জামিন আবেদনের শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

লাইভে এসে কাঁদলেন মেয়র আব্বাস, বললেন ‘আমি ভুল করেছি’

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র  ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, আগামী রবিবার পুলিশের চাওয়া ১০ দিনের রিমান্ড ও তার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

তিনি আরও জানান, বুধবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজমণি ইশা খাঁ নামের একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করে র‍্যাব। রাতেই বোয়ালিয়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। এরপর আজ সকালে তাকে নিয়ে রাজশাহী আসে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে। মামলার বাদী নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও রাজশাহী সিটি করপোরশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মোমিন।