প্রধানমন্ত্রীকে কটূক্তি: আলালের বিরুদ্ধে এবার জয়পুরহাটে মামলার আবেদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে এবার জয়পুরহাট সদর থানায় অভিযোগ করা হয়েছে। 

বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সদর থানায় অভিযোগ দায়ের করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

তিনি বলেন, গত ৭ ডিসেম্বর মোয়াজ্জেম হোসেন আলাল গণমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে কুরুচিপূর্ণ অশালীন ও মানহানিকর বক্তব্য দেন। যা পরে বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার হয়। এতে তিনি (জহুরুল ইসলাম) প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসেবে মানসিকভাবে আঘাত পেয়েছেন। এমন বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ও দেশের জন্য আন্তর্জাতিক মহলে অসম্মানজনক। তাই বাদী হয়ে জয়পুরহাট সদর থানার অভিযোগ করেছেন জহুরুল ইসলাম।

জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান, অভিযোগ এখনও মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই ও তদন্ত চলছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। একই ঘটনায় অপর এক শিক্ষার্থী একটি অভিযোগপত্র দেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।

এ ছাড়া একই ঘটনায় বুধবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুর থানায় অভিযোগ করা হয়েছে। শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিক বিন ইদ্রিছ বাদী হয়ে এই অভিযোগ করেন।