আ.লীগ-বিএনপি সংঘর্ষ: অস্ত্রসহ আরেক যুবক গ্রেফতার

সিরাজগঞ্জে গত ৩০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ দিন পিস্তল হাতে কয়েকজনকে সংঘর্ষে অংশ নিতে দেখা যায়। এরপর তাদেরকে ধরতে মাঠে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় পিস্তল ও গুলিসহসহ জনি হাজাম (২৩) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ধানবান্দি মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। জনি হাজাম সিরাজগঞ্জ পৌরসভার কোলগয়লা মহল্লার মৃত মান্নান খলিফার ছেলে। তাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, অভিযান চালিয়ে গতকাল রাতে জনিকে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তলও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জনি হাজাম সংঘর্ষ চলাকালে কোন পক্ষের হয়ে মারামারিতে অংশ নিয়েছিল তা জানাতে পারেননি ওসি।

এর আগে এ ঘটনায় অস্ত্র হাতে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সুমন খলিফাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ১২ জানুয়ারি রাতে পৌরসভার মাসুমপুর উকিলপাড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।