রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় এবং দুই জন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে সাত জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ছয় জন। করোনা ইউনিটে মোট ৫১ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, রবিবার (২৩ জানুয়ারি) ৩৬৭টি নমুনা পরীক্ষা হয়। তাদের মধ্যে ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণের হার ৬০ দশমিক ৪৯ শতাংশ।