রেকর্ড গড়ে দেশের তৃতীয় রাজশাহী, এগিয়ে মেয়েরা

পাসের হারে অতীতের সব রেকর্ড ভেঙেছে রাজশাহী শিক্ষা বোর্ড। উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সারা দেশের মধ্যে এবার রাজশাহী শিক্ষা বোর্ড তৃতীয় হয়েছে। এ বছর পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী। এবার সব দিক থেকেই এগিয়ে রয়েছেন মেয়েরা। রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এ ফল ঘোষণা করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, এবার মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৫০ হাজার ৯১৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৪৭ হজার ৪৮৪ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭৭ হাজার ৭২৯ এবং ছাত্রীর সংখ্যা ৬৯ হাজার ৭৫৫।  এবার রাজশাহী বোর্ডের ২০০ কেন্দ্রের মাধ্যমে আট জেলার ৭৫৯টি কলেজ থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

তিনি  আরও বলেন, চলতি বছর অতীতের সব রেকর্ড ভেঙেছে রাজশাহী বোর্ড। এ বছর ছাত্র পাস করেছে ৯৬ দশমিক ৫১ শতাংশ। ছাত্রী পাসের হার ৯৮ দশমিক ৫১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী। এদের মধ্যে ১৪ হাজার ৪০০ ছাত্র, আর ছাত্রী ১৮ হাজার ৪০০ জন। এক বিষয়ে ফেল করেছে তিন হাজার ৫৯৮ জন। এক বিষয়ে অকৃতকার্যের হার দুই দশমিক ৪৪। শতভাগ পাস করেছে ১৬২টি কলেজ।