সিরাজগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে মাদক মামলায় রহিমা আক্তার হারানী (৬২) নামে এক বৃদ্ধাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া ফেনসিডিল রাখার দায়ে ওই নারীকে তিন বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন। রহিমা আক্তার সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লায় মৃত আবুল কালাম আজাদের স্ত্রী। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২৬ আগস্ট দুপুরে মাহমুদপুর মহল্লায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৭ গ্রাম হেরোইন ও ছয় বোতল ফেনসিডিলসহ রহিমা আক্তারকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলা হয়। মামলার ৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে আদালত এই রায় দেন।