লাচ্ছা সেমাই তৈরির কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ার কাহালু উপজেলার শেখাহার গ্রামে একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও বাজারজাত করায় মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে কাহালু উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। 

আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। এ সময় সঙ্গে ছিলেন বিএসটিআই জেলা অফিসের সহকারী পরিচালক মিজানুর রহমান ও পরিদর্শনকারী কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রমুখ।

প্রকৌশলী জুনায়েদ আহমেদ জানান, কাহালু উপজেলার শেখাহার গ্রামে ঈদকে সামনে রেখে মেসার্স ভাই ভাই লাচ্ছা সেমাই ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল। এসব সেমাই বিভিন্ন স্থানে বাজারজাতও অব্যাহত ছিল। বুধবার দুপুরে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত কারখানার মালিক সাজ্জাদ হোসেন সাজুকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধ করেছে কর্তৃপক্ষ।

জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান বিএসটিআইয়ের এই কর্মকর্তা।