রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

গ্রীষ্মকালীন ছুটি বাতিল ঘোষণা করেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী। 

তিনি বলেন, ‘বুধবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের প্রশাসনিক ভবন-১-এ অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫তম সভায় এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করেন সভার সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম। এ সময় উপস্থিত সদস্যরা একমত পোষণ করেন।’

উপাচার্য বলেন, ‘করোনাভাইরাসসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেশনজট এড়ানো ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডকে গতিশীল করতে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টির ঈদের ছুটি শেষ হবে আগামী ১০ মে। সেদিন থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা ও দাফতরিক কাজ শুরু হবে।