X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৫, ১৮:০৬আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ২০:১৭

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত আছে। সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর শহরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

একই দাবিতে রবিবারও বেলা সাড়ে ১১টা দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।  এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সচেতন নাগরিক ফোরাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটি।

শিক্ষার্থীরা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দীর্ঘদিনেও হয়নি। তাই দাবি একটাই, স্থায়ী ক্যাম্পাস। দীর্ঘ সময় ধরে অস্থায়ীভাবে শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ, মাওলানা সাইফুদ্দিন কলেজে বিশ্ববিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর জন্য পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পাস ও হল না থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকছেন। একই সময় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছে শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটি। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ক্যাম্পাসের দাবিটি যৌক্তিক দাবি। এ দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি। গত বৃহস্পতিবার রাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ১৯৯ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর স্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপি শিক্ষা উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে। সেই সঙ্গে শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটি ও সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে তাদের নেতারা পৃথক স্মারকলিপি জমা দিয়েছেন। এর আগে তারা এ দাবি আদায়ের লক্ষ্যে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম হাসান তালুকদার বলেন, ‌‘বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে গত আট বছরে এ পর্যন্ত সাত থেকে আটবার প্রস্তাবিত প্রকল্পের বাজেট পর্যালোচনা করে কমানো হয়েছে। শুরুতে প্রস্তাবিত ৯ হাজার ২০০ কোটি টাকা থেকে বাদ দিয়ে এখন ৫৯৯ কোটি ৫০ লাখ টাকার মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার জন্য গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ২৮ জানুয়ারি পরিকল্পনা কমিশনের সভায় প্রস্তাবটি উত্থাপন করে অনুমোদনের কথা রয়েছে।’

/এএম/
সম্পর্কিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ, প্রতিবাদে বিক্ষোভ
মুরাদনগরে ধর্ষণের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
মুরাদনগরে ধর্ষণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল
সর্বশেষ খবর
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’