নকল আইসক্রিম তৈরির কারখানা সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ শহরে নকল আইসক্রিম তৈরির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার জরিমানা ও সিলগালা করে দেওয়া হয়েছে। এ ছাড়া চিংড়ি মাছে জেল দেওয়ায় মাছ ব্যবসায়ীকে তিন হাজার ও কাঙ্ক্ষিত সেবা না দেওয়ায় একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।  

সোমবার (১৬ মে) দুপুরে শহরের বড় বাজারে এই অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিরাজগঞ্জ জেলার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি জানান, শহরের বড় বাজারে শাহজালাল নামে একটি কারখানায় নকল আইসক্রিম তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালানো হয়। সেখানে অভিযোগের সত্যতা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

মাহমুদ হাসান রনি আরও জানান, একই বাজারে চিংড়ি মাছে জেল দেওয়ায় তুষার নামে এক মাছ ব্যবসায়ীকে তিন হাজার এবং প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য ও সেবা না দেওয়ায় দীপক স্টোরের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।