ট্রেন আসছে সতর্ক করায় গেটকিপারকে মারধর, গ্রেফতার ২

রাজশাহীতে রেলওয়ের নারী গেটকিপার ও তার স্বামীকে মারধরের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ মে) দুপুর ১২টার দিকে নগরীর ভদ্রা লেভেল ক্রসিংয়ে এ মারধরের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন নগরীর ভদ্রা জামালপুর মহল্লার বাসিন্দা আবদুস সামাদ ওরফে খোকন (৪৩) এবং বাশার রোডের রামচন্দ্রপুর এলাকার নূরে আহমেদ ওরফে তুষার (৩০)।

ভুক্তভোগীরা হলেন পশ্চিমাঞ্চল রেলের গেটসমূহের ‘পুনর্বাসন ও মান উন্নয়ন শীর্ষক’ প্রকল্পের গেটকিপার তানজিলা খাতুন (২৬) ও তার স্বামী পশ্চিমাঞ্চল রেলের জিএম অফিসের অফিস সহকারী মিজানুর রহমান (২৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকা থেকে রাজশাহীগামী ট্রেন আসার সংকেত পেয়ে ভদ্রা লেভেল ক্রসিংয়ে কর্তব্যরত গেটকিপার তানজিলা ব্যারিয়ার নামিয়ে দেন। সে সময় খোকন ব্যারিয়ার টপকে যান। ট্রেন আসছে বলে তানজিলা তাকে নিষেধ করেন। তখন ওই ব্যক্তি বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তানজিলার স্বামী মিজানুর রহমানকে ফোন করে আসতে বলেন। ঘটনাস্থলে এলে স্বামী-স্ত্রী দুজনকে মারধর করেন খোকন ও তার বন্ধু তুষার। এ ঘটনায় তানজিলা ৯৯৯ নম্বরে কল দিয়ে সহায়তা চান। খবর পেয়ে খোকন ও তুষারকে আটক করে রাজশাহী রেলওয়ে থানা পুলিশ।

মিজানুর রহমান বলেন, ‘আমার স্ত্রী ২০১৮ সাল থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। কোনোদিন এমন ঘটনা ঘটেনি। রেলওয়ের কোনও গেটকিপারের সঙ্গে এমন ঘটেছে বলে মনে হয় না। গেটকিপাররা সব সময় চেষ্টা করেন যেন কোনও অঘটন না ঘটে। কিন্তু খোকনকে ব্যারিয়ার টপকে যেতে নিষেধ করায় আমাদের মারধর করেছেন। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

তানজিলা খাতুন বলেন, ব্যারিয়ার নামানোর পর তা টপকে যাওয়ার সময় ট্রেন আসছে বলে সতর্ক করেছি। সে সময় খোকন বলছিল, ‘আমি তোকে চিনি। আজ তোকে না মেরে যাবো না।’ 

তিনি আরও বলেন, ‘খোকন ও তার বন্ধু আমার স্বামীকে ফোন দিয়ে ডেকে আনে। কোনও কথা ছাড়াই আমাকে ও স্বামীকে লাথি, চড়-থাপ্পড় মারতে থাকে তারা। এতে আমরা আহত হই।’

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল-হোসেন বলেন, ঘটনার পর তানজিলা রাজশাহী রেলওয়ে থানায় দুজনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং মারধরের অভিযোগে মামলা করেছেন। এরপর চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।