‘ফ্রি ফায়ার’ গেমের টাকা নিয়ে বিরোধে মাদ্রাসাছাত্রকে হত্যা

বগুড়ার সোনাতলা উপজেলায় মাদ্রাসাছাত্র রাকিব হোসেনকে (১৪) হত্যার অভিযোগে এক কিশোরসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

রাকিব গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুর গ্রামের শামসুল হক শেখের ছেলে। সে সোনাতলা সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পিবিআই বগুড়ার ইন্সপেক্টর জাহিদ হাসান জানান, ফ্রি ফায়ার গেমের টাকা নিয়ে বিরোধের জেরে রাকিবকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটক দুই জন। শনিবার (৪ জুন) বিকালে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৩১ মে বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি রাকিব। বিভিন্ন জায়গায় খুঁজেও তার সন্ধান পাননি স্বজনরা। শুক্রবার (৩ জুন) বেলা ১১টার দিকে সোনাতলা উপজেলা সদরের চমরগাছা লাহিড়ীপাড়ায় একটি ডোবার ভেতর কচুরিপানার মধ্যে লাশ পাওয়া যায়। পরে রাকিবের বড় ভাই বেলাল হোসেন সোনাতলা থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলার তদন্তের দ্বায়িত্বে রয়েছে বগুড়া পিবিআই। তদন্ত কর্মকর্তা এসআই সবুজ ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একই গ্রামের তার দুই বন্ধুকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, মোবাইল ফোনে ফ্রি ফায়ার খেলার টাকা নিয়ে বিরোধের জেরে আম গাছের ডাল দিয়ে মাথায় মেরে রাকিবকে হত্যা করে। এরপর লাশ গ্রামের ডোবায় কচুরিপানার নিচে গুম করা হয়। তাদের স্বীকারোক্তিতে হত্যায় ব্যবহার করা ডাল জব্দ করা হয়েছে।