মাস্ক পরে ভোট দিতে এসে বহিরাগত যুবক আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে মো. মোসাদ্দেক (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টায় ইউনিয়নের বিনশিরা গোড়না সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। মোসাদ্দেকের বাড়ি পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নের কাশরা গোবিন্দপুর গ্রামে।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিনহাজুল ইসলাম বলেন, ‌‘সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। সাড়ে ৩টায় এক যুবক মাস্ক পরে ভোট কেন্দ্রে প্রবেশ করে। তবে ভোট দেওয়ার আগেই লোকজন তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে আটক করে সোপর্দ করেছে। আমি ভোট কেন্দ্রে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানিয়েছি। তিনি এসে ব্যবস্থা নেবেন।’

কেন্দ্রে দায়িত্বরত পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর সরকার বলেন, ‘স্থানীয়রা এক যুবককে আটক করে নিয়ে আসে। তার মুখে মাস্ক ছিল। পরে জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছে, এক ভ্যানচালক তার হাতে চিরকুট ‍ধরিয়ে ভোট দিয়ে আসতে বলে। কোন প্রতীকে ভোট দিয়ে আসতে বলেছে সে বিষয়ে কিছু জানায়নি। তাকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’