বিসিএস ক্যাডার হওয়া হলো না লেলিনের

চাকরির প্রথম বেতনের টাকায় বৃহস্পতিবার (২৩ জুন) সহকর্মীদের খাইয়েছেন শিক্ষক লেলিন সরকার (২৭)। শুক্রবার (২৪ জুন) সৃজনশীল প্রশ্নপত্র বিষয়ে ট্রেনিংয়ে অংশ নিতে নওগাঁর নামাজগড় মাদ্রাসায় যাচ্ছিলেন। তবে পথেই সব শেষ। দুর্ঘটনায় প্রাণ হারান লেলিন। তার স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়া। এখন আর সেই স্বপ্ন কখনও বাস্তব হয়ে উঠবে না। সহকর্মীকে হারিয়ে এভাবেই কষ্ট আর আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন নিয়ামতপুর উপজেলার রামকুড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম। 

নিহত লেলিনের আরেক সহকর্মী শিক্ষক গোলাম আগা খান বলেন, নওগাঁর নামাজগড় মাদ্রাসায় ছয় দিনের প্রশিক্ষণ ছিল বাংলার শিক্ষক লেলিন সরকারের। ওই প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য শুক্রবার সকালে সিএনজিচালিত অটোরিকশায় নিয়ামতপুর উপজেলা সদর থেকে আরও পাঁচজন শিক্ষকসহ নওগাঁর উদ্দেশ্যে রওনা দেন। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলি এলাকায় ট্রাকের চাপায় মারা যান লেলিন। 

ট্রাকচাপায় প্রাণ গেলো চার শিক্ষকসহ ৫ জনের

ওই শিক্ষক আরও বলেন, দুর্ঘটনায় লেলিনের সঙ্গে থাকা শিক্ষক দেলোয়ার হোসেন (৪৮), শিক্ষক মকবুল হোসেন (৫৮) শিক্ষক জান্নাতুন নেছা (৩৫) ও সিএনজি অটোরিকশার চালক সেলিম রেজা (৪২) নিহত হন। দুর্ঘটনায় নুরজাহান বেগম (৩০) নামে আরেক শিক্ষক আহত হন। হতাহতরা নিয়ামতপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক পদে চাকরি করেন।

সহকর্মীরা আরও জানান, নিহত লেলিন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দুলাল গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। চারভাই ও দুইবোনের মধ্যে লেলিন ছিল সবার ছোট। মা মারা গেছেন প্রায় ১০ বছর আগে। বড় ভাই রেজু মিয়া প্যারালাইজড, মেঝো ভাই এরশাদ আলী বেকার, সেজো ভাই আনারুল ইসলাম ঢাকায় থাকেন। লেলিন চাকরি পাওয়ায় মধ্যবিত্ত পরিবারটি অন্ধকারের মধ্যে একটু আলো দেখছিলেন। তবে এখন সব শেষ।

ঘটনার প্রত্যক্ষদর্শী বলিহার মোড়ের চা দোকানি আব্দুর রহিম বলেন, বলিহারের দিক থেকে মাটি নিয়ে একটি ট্রাক্টর মহাসড়কে উঠছিল। ওই ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে শিক্ষকদের অটোরিকশাটি মহাসড়কে উল্টে যায়। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা পোল্ট্রি ফিড বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৫৬১৮) তাদের চাপা দিয়ে রাস্তার পাশে গভীর খাদে গিয়ে পড়ে। 
 
দুর্ঘটনার বিষয়ে ফিড কোম্পানির ডিলার আব্দুস সালাম বলেন, বগুড়ার চান্দাইকোনা এলাকার নারিশ সোনালী কক-স্টার ফিড ডিপো থেকে মাল বোঝাই করে ট্রাকটি নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাজারে যাচ্ছিল। পথে দুর্ঘটনার কবলে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

এ বিষয়ে নওগাঁর সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, দুর্ঘটনায় একাটি মামলা দায়ের করা হয়েছে। ট্রাক চালক পলাতক। ময়নাতদন্ত করে নিহতদের পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে। আর আহত আরেকজন বর্তমানে সুস্থ আছেন।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন বলেন, নিহত প্রতিটি পরিবারকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আর নিহতদের পারিবারিক অবস্থা বিবেচনা করে জেলা প্রশাসকের তহবিল থেকে প্রয়োজনে আরও অনুদান দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।