তরুণীকে ধর্ষণের মামলায় নাইটগার্ড কারাগারে 

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পোস্ট অফিসের একটি কক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন এক তরুণীকে ধর্ষণের ঘটনায় নাইটগার্ডকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ সময় ওই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার (৮ আগস্ট) বিকালে শুনানি শেষে জুডিশিয়াল আমলি আদালত-১-এর বিচারক মোসলেম উদ্দীন ওই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নাটোর কোর্ট ইন্সপেক্টর নজমূল হক বিষয়টি নিশ্চিত করেছেন। ওই আসামির নাম মাজদার রহমান (৬৫)। সে লালপুরের বৈদ্যনাথপুর এলাকার রব্বানীর ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবীর ও কোর্ট ইন্সপেক্টর নজমূল হক মানলাসূত্রে জানান, রবিবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন- তার বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে গত ২৯ জুলাই দুপুর ২টার দিকে পোস্ট অফিসের দিকে যায়। এ সময় ওই অফিসের নাইটগার্ড পরিত্যক্ত একটি কক্ষে নিয়ে তার মেয়েকে ধর্ষণ করে। ঘটনার পর বাড়ি ফিরে তার মেয়ে বিষয়টি নানাভাবে তাদেরকে বোঝাতে চাইলেও তারা পরিষ্কার বোঝেননি। পরে গত ৬ আগস্ট ওই অফিসেরই পোস্টম্যান বিল্লাল হোসেন কিশোরীর বাবাকে ঘটনাটি জানান।  
 
মামলা দায়েরের পর রাতেই আসামিকে গ্রেফতারের পর সোমবার দুপুরের দিকে কোর্টে পাঠায় পুলিশ।