চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। সীমানা জটিলতা সংক্রান্ত এক রিট পিটিশন আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিতের রায় দিয়েছেন হাইকোর্ট।

আদালতের আদেশ পালনে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করে সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক গণ বিজ্ঞপ্তি জারি করেছেন জেলা পরিষদ রিটার্নিং কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিব খান।

জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, ২নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী শামীমা জাহান সারা সীমানা জটিলতা সংক্রান্ত উচ্চ আদালতে একটি রিট পিটিশন করেছেন। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত নির্বাচন কমিশনকে নির্বাচন স্থগিতের আদেশ দেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে না।

এই বিষয়ে শামীমা জাহান সারা বলেন, ‘সীমানা জটিলতা সংক্রান্ত বিষয় নিষ্পত্তি চেয়ে উচ্চ আদালতে আমি রিট পিটিশন করি। আদালত আমার পক্ষে রায় দিয়েছেন।’

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।