স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগে শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বিকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক মশিউর রহমান মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়া নেতারা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, আলী হাসান শুভ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহমেদ।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত জানান, বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ডা. মকবুল হোসেনকে মনোনয়ন দিয়েছে। তার বিপরীতে বগুড়া শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান আকন্দ বিদ্রোহী প্রার্থী হয়েছেন। শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দুই সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ ও আলী হাসান শুভ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহমেদ দলীয় নির্দেশ অমান্য করে আবদুল মান্নান আকন্দের পক্ষে কাজ করছেন।

তারা আরও জানান, বিষয়টি জানাজানি হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তাই সংগঠন বিরোধী কাজে জড়িত থাকায় ওই তিন জনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে কথা বলতে রাজি না হওয়ায় অব্যাহতি পাওয়া তিন নেতার বক্তব্য পাওয়া যায়নি।