পৌরসভার ৩ বছরের বিল বকেয়া, কাটা হলো বিদ্যুৎ সংযোগ 

রাজশাহীর পুঠিয়া পৌরসভার ভবনসহ গুরুত্বপূর্ণ তিনটি রোড লাইটের মোট সাড়ে সাত লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। বিগত তিন বছরের বিল পেতে অনেক তাগাদা দেওয়ার পরেও কোনও পদক্ষেপ না নেওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র বলছে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পুঠিয়া জোন) এর অধীনে পুঠিয়া পৌরসভায় তিনটি বিদ্যুৎ সংযোগ রয়েছে। এর মধ্যে পৌরসভার দফতর ও তিনটি সড়ক বাতির জন্য আলাদা সংযোগ নেওয়া হয়। এসব সংযোগের বিপরীতে গত তিন বছরে ধরে কোনও বিল পরিশোধ করেনি পৌর কর্তৃপক্ষ। বর্তমান মেয়র বিল পরিশোধে অপারগতা জানান। 
 
এ কারণে মঙ্গলবার (১ নভেম্বর) পৌরসভা ভবন ছাড়া বাকি সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়। এতে রাতে পৌর সড়কে দুর্ভোগ বেড়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার ইয়াকুব আলী শেখ বলেন, পৌরসভার বকেয়া বিল সাড়ে সাত লাখ। একাধিকবার তাগিদ দেওয়ার পরও কোনও লাভ হয়নি। এ কারণে শুধু  পৌরসভার অফিস ছাড়া সড়কবাতি ব্যবহারের জন্য নেওয়া দুটি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও পৌর কর্তৃপক্ষ পুনরায় সংযোগ দেওয়া কিংবা বকেয়া বিলের বিষয়ে কোনও কিছু জানায়নি বলে জানান তিনি। 

এ বিষয়ে জানতে পৌর মেয়র আল মামুন খানের ফোনে একাধিকবার কল করেও কথা বলা সম্ভব হয়নি।