ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে যুবকের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গণেশ সিং নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন গণেশ সিং। আজ বাড়িতে গাছে ব্রাজিলের পতাকা টানানোর সময় বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায় তিনি। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়িতে আম গাছে পতাকা টানাতে উঠেছিল ওই যুবক। সেই দিক দিয়ে হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার গিয়েছিল। সেই তারে জড়িয়েই তার মৃত্যু হয়।