মেসির হাতে সোনালি ট্রফি, রাবিতে সমর্থকদের জয়োল্লাস

অবশেষে লিওনেল মেসির হাতে ধরা দিয়েছে সোনালি ট্রফি। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। আর্জেন্টিনার বিশ্ব জয়ে বিজয়োল্লাসে মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থকরা।

বিশ্বকাপের ফাইনাল খেলা বড় পর্দায় দেখায় ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল স্টেডিয়ামে শিক্ষার্থীরা ফাইনালটি উপভোগ করেন। খেলায় আর্জেন্টিনার গোলের সময় উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। খেলা শেষে সমর্থকরা পর্দার সামনে স্লোগানের তালে তালে বিজয়োল্লাস করে। ছোট ছোট দলে বিভক্ত হয়ে উৎসবে মেতে ওঠে।

খেলা শেষে উচ্ছ্বাস প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী রানা হামিদ বলেন, ‘২০১৪ বিশ্বকাপের ফাইনালে যখন আর্জেন্টিনা হেরে যায়, তখন অনেক কষ্ট পেয়েছি। হয়তো লিওনেল মেসি আরও বেশি কষ্ট পেয়েছেন। এরপর পরপর দুবার কোপা আমেরিকার ফাইনালে হার আমরা সমর্থকরা কোনোভাবেই মেনে নিতে পারিনি। তবে এবার আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। মেসি সার্থক লিজেন্ডের কাতারে স্থান করে নিয়েছেন।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান খান বলেন, ‘মেসির প্রাপ্তির কোনও কমতি নেই। শুধু একটা বিশ্বকাপের আক্ষেপ ছিল এত দিন। আজ সেটাও পূর্ণ হলো। এই ট্রফি মেসিকে অমরত্ব দিয়েছে। আজকের এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না।