ভবন ভাঙতে গিয়ে প্রাণ গেলো শ্রমিকের

বগুড়ায় একটি ভবনের বিম ভাঙার সময় মাথায় পড়ে শংকর রাজভোড় (৫২) নামে এক শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে শহরের জলেশ্বরীতলায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা জলেশ্বরীতলায় বেসিক রিয়েল স্টেটের বগুড়া সিটি সেন্টারের সাততলা ভবনের নির্মাণ কাজ চলছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের দক্ষিণ চেলোপড়ার বিশ্বনাথ রাজভোড়ের ছেলে শংকরসহ কয়েকজন শ্রমিক নিচতলায় কাজ করছিলেন। এক পর্যায়ে বিম ভেঙে শ্রমিক শংকরের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভবনের কেয়ারটেকার আনোয়ার হক খান জানান, ভবনের পূর্ব পাশের কিছু অংশ বিক্রি হয়ে গেছে। গত বুধবার থেকে সে অংশের অবকাঠামো ভাঙার কাজ চলছিল। জাহাঙ্গীর নামের ঠিকাদারের অধীনে শংকরসহ কয়েকজন শ্রমিক ভাঙার কাজ করছিলেন। লিনটিম ভাঙার সময় সেটি মাথায় পড়লে তিনি ঘটনাস্থলে মারা যান।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহিনুজ্জামান জানান, লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে মামলা করলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।