গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি বাড়িতে টিনের ঘরের চাল মেরামতের সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় চাচা-ভাতিজাসহ তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১টার দিকে উপজেলার ৯ নম্বর কামালেরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, পশ্চিম কামালের পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২৫) তার চাচা আফজাল হোসেন (৬০) ও প্রতিবেশী একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মিলনের বাড়িতে ঘর মেরামত ও চালের ওপর বাঁশ কাটার কাজ করছিলেন প্রতিবেশী মোশারফ ও চাচা আফজাল। কাজ করার একপর্যায়ে মিলন টিনের চালে উঠলে হঠাৎ করে পাশে থাকা বিদ্যুতের মিটার থেকে টানা লাইনে (তার) স্পৃষ্ট হয়। এ সময় তাকে বাঁচাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় মোশারফ ও আফজাল। পরে দ্রুত গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকেই মৃত্যু ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানিয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে চাচা ও ভাতিজাসহ তিন জনের মৃত্যু হয়েছে। ঘরের টিন চাল মেরামত ও বাঁশ কাটার সময় বিদ্যুতের লাইনের লিকেজ থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।’
তিনি আরও জানান, এ ঘটনায় সাঘাটা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।
এদিকে, বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে তিন জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল থেকে তিন জনের মরদেহ বাড়িতে নিয়ে আসলে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।