X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঘরের চাল মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
১৫ মে ২০২৫, ১৭:১২আপডেট : ১৫ মে ২০২৫, ১৭:১২

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি বাড়িতে টিনের ঘরের চাল মেরামতের সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় চাচা-ভাতিজাসহ তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১টার দিকে উপজেলার ৯ নম্বর কামালেরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, পশ্চিম কামালের পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২৫) তার চাচা আফজাল হোসেন (৬০) ও প্রতিবেশী একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মিলনের বাড়িতে ঘর মেরামত ও চালের ওপর বাঁশ কাটার কাজ করছিলেন প্রতিবেশী মোশারফ ও চাচা আফজাল। কাজ করার একপর্যায়ে মিলন টিনের চালে উঠলে হঠাৎ করে পাশে থাকা বিদ্যুতের মিটার থেকে টানা লাইনে (তার) স্পৃষ্ট হয়। এ সময় তাকে বাঁচাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় মোশারফ ও আফজাল। পরে দ্রুত গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকেই মৃত্যু ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানিয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে চাচা ও ভাতিজাসহ তিন জনের মৃত্যু হয়েছে। ঘরের টিন চাল মেরামত ও বাঁশ কাটার সময় বিদ্যুতের লাইনের লিকেজ থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।’

তিনি আরও জানান, এ ঘটনায় সাঘাটা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

এদিকে, বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে তিন জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল থেকে তিন জনের মরদেহ বাড়িতে নিয়ে আসলে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
বন্ধু আব্দুল গোফরানের মৃত্যুতে মির্জা ফখরুলের স্মৃতিচারণ
জুয়ার আসরে পুলিশের হানা, ‘পালাতে গিয়ে’ সাবেক বিজিবি সদস্যের মৃত্যু
ঢাকা মেডিক্যালে কারাবন্দির মৃত্যু
সর্বশেষ খবর
রেকর্ডসংখ্যক খেলোয়াড় নিয়ে জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ শুরু
রেকর্ডসংখ্যক খেলোয়াড় নিয়ে জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ শুরু
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
যুদ্ধ শেষের শুরু? আশার আলো দেখছেন ইউক্রেনীয় সেনারা
যুদ্ধ শেষের শুরু? আশার আলো দেখছেন ইউক্রেনীয় সেনারা
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন