নওগাঁ শহরের আব্দুল জলিল পার্ক এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ২০ জন। পার্কে ঘুরতে আসা কয়েকজনও এসময় আহত হন। শুক্রবার (৩০ জুন) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়সাল জানায়, সন্ধ্যার দিকে দুটি যাত্রীবাহী মাইক্রোবাস নওগাঁ শহরে ঢুকছিল। একই সময় নওগাঁ শহর থেকে হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস সাপাহারের দিকে যাচ্ছিল। কিন্তু বাসটি বাঁ দিকে না গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডানদিকে চাপিয়ে দেয়। এসময় বাসের সঙ্গে সংঘর্ষ হয় মাইক্রোবাস দুটির। এতে তিন পরিবহনে থাকা যাত্রী ছাড়াও পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরাও আহত হন। অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
ওসি আরও জানায়, ঘটনার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক সেখান থেকে চার জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। বাসের চালককে আটক করা সম্ভব হয়নি বলে ওসি জানান।