‘জাদুটোনার’ কুসংস্কারে সাত বছরের শিশুকে হত্যা: একজনের আমৃত্যু সশ্রম কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে জাদুটোনার কুসংস্কারে (বানমারা) প্রতিশোধ পরায়ণ হয়ে সাত বছরের শিশু মাশরুফাকে হত্যার দায়ে আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক (৫০) সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার মৃত ওসমান গণির ছেলে। নিহত মাশরুফা একই ইউনিয়নের রামচন্দ্রপুর হাট কুথনিপাড়ার আব্দুল হাইয়ের মেয়ে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রবিউল ইসলাম।

মামলার নথির বরাত দিয়ে রবিউল ইসলাম বলেন, ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর সকালে রামচন্দ্রপুর হাট কুথনিপাড়ায় নানার বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় মাশরুফা। ওই দিন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে নানা জিয়াউর রহমান সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন সকালে খালুর বাড়ির সামনে থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন মাশরুফার বাবা আব্দুল হাই অজ্ঞাতদের আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তের পর একই গ্রামের আব্দুল খালেককে গ্রেফতার করা হয়। সেইসঙ্গে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন খালেক। জবানবন্দিতে বলেন, মাশরুফার পরিবার খালেকের মেয়েকে জাদুটোনা করেছে—এমন কুসংস্কার থেকে প্রতিশোধ পরায়ণ হয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশ বস্তাবন্দি করে ওই দিন রাতে খালুর বাড়ির সামনে ফেলে যান।

পাবলিক প্রসিকিউটর আরও বলেন, ২০১৯ সালের ২৭ জানুয়ারি খালেককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক কবির হোসেন। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে একমাত্র আসামির উপস্থিতিতে মামলার রায় দেন বিচারক।