জয়পুরহাটে পৃথক অভিযানে নারীসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবি ও কালাই উপজেলাতে পৃথক দুটি অভিযানে নারীসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক মেজর শেখ সাদিক।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ১১টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পলাশগড় এলাকা হতে এক হাজার ৫০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী শ্রীমতী পূর্ণিমা রানি (৩২) ও জয়কৃষ্ণ রবি দাসকে (৫২) গ্রেফতার করা হয়।

পূর্ণিমা রানি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে জেলার পাঁচবিবি থানাধীন পলাশগড় এলাকায় নিজ বাড়িতে বাংলা মদ উৎপাদন করে তা গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রি করে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামি পূর্ণিমা রানি দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য বাংলা মদ অবৈধভাবে নিজ বসতবাড়িতে উৎপাদন এবং তা সংরক্ষণ করে রবি দাসের সহযোগিতায় জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট খুচরা ও পাইকারি বিক্রি করত।

অন্যদিকে, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় জয়পুরহাটের কালাই উপজেলার দক্ষিণপাড়া এলাকা হতে ট্যাপেন্টাডল ২৬ পিসসহ মাদক কারবারি  তবিবর রহমান (৪৫) ও ফুল মিয়াকে (২৬) গ্রেফতার করে। তাদের দুজনের বাড়ি কালাই উপজেলার দক্ষিণপাড়া গ্রামে।

গ্রেফতার আসামি তবিবর একজন চিহ্নিত মাদক কারবারি। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফিরোজ ও ফুল মিয়ার মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে জেলার পাঁচবিবি ও কালাই থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫ সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।