ব্যাডমিন্টন খেলতে যাওয়ার পথে দুই ভাইয়ের মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় চাচাতো-জেঠাতো তিন ভাই এক মোটরসাইকেলে যাচ্ছিল ব্যাডমিন্টন খেলতে। উপজেলার ত্রিমোহনী চৌধুরীপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের এক ভবনের দেয়ালে ধাক্কা লাগে তাদের মোটরসাইকেলের। এতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- নলডাঙ্গা উপজেলার ত্রিমোহনী এলাকার আনিসুর রহমান ঠান্ডুর ছেলে ও স্থানীয় বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সান শেখ (১৬) এবং তার চাচাতো ভাই একই এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং একই স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী সাফাত শেখ (১৪)। একই ঘটনায় আহত হয়েছে তাদের আরেক জেঠাতো ভাই রাহি শেখ (১৪)। সে একই এলাকার দলিল লেখক সেলিম শেখের ছেলে ও একই স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, ত্রিমোহনী এলাকার ওই তিন কিশোর রবিবার রাত ৭টার দিকে ব্যাডমিন্টন খেলার জন্য মোটরসাইকেলযোগে যাচ্ছিল। দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকায় রাস্তার পাশের দেয়ালে ধাক্কা লাগে। এতে তিন জন আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলচালক সানকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় অপর দুজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাফাত মারা যায়। অপরজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।