গভীর রাতে এসিল্যান্ডের বাসভবন লক্ষ্য করে গুলি

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের সরকারি বাসভবনে গভীর রাতে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব।

পুলিশ জানিয়েছে, এসিল্যান্ডের বাসায় কয়েকটি গুলির চিহ্ন পাওয়া গেছে। বাসার জানালার কাচ ভেঙে গেছে এবং শয়নকক্ষ লক্ষ্য করে গুলি ছোড়ার আলামত মিলেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ওসি আহসান হাবিব বলেন, ‘ঘটনাস্থলে চার রাউন্ড গুলির তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এই গুলি চালানো হতে পারে। পুলিশের একাধিক টিম তদন্ত করছে। আশা করছি দ্রুত দোষীদের শনাক্ত করা সম্ভব হবে।’

এদিকে, ঘটনার পর থেকেই এসিল্যান্ড রেজাউল করিমের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে তিনি এ বিষয়ে এখনও গণমাধ্যমের কাছে কোনও মন্তব্য করেননি।