নওগাঁর ২ উপজেলায় মোতায়েনের অপেক্ষায় বিপুল সংখ্যক র‌্যাব, বিজিবি ও পুলিশ

নওগাঁর পত্নীতলা ও ধামইরহাট উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদে ইউপি নির্বাচনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রগুলোর নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার দুই উপজেলায় তিন প্লাটুন র‌্যাব, তিন প্লাটুন বিজিবি ও ১১০০ পুলিশ মোতায়েন করা হবে বলে জানা যায়। জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।

ইউপি নির্বাচন-২০১৬

বুধবার দুপুরে রিটানিং অফিসারের কাছ থেকে কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসাররা নির্বাচনি উপকরণ বুঝে নিয়েছেন বলেও জানা যায়। দুপুরে দুই উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদ এলাকার ১৭৪টি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা স্ব স্ব কেন্দ্রের ব্যালটপেপার, ব্যালট বক্স ও অন্যান্য নির্বাচনি সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রগুলোয় যান।

দুই উপজেলায় মোট ৯৫০টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

এবারের নির্বাচনে পত্নীতলা উপজেলার ১১টি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত ১১জন, বিএনপির ১১জন, জাতীয় পার্টির একজন  ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে ২১জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে ধামইরহাট উপজেলার ৮টি ইউপিতে আওয়ামী লীগের ৮জন, বিএনপির ৮জন, জাতীয় পার্টির দুইজন, জামায়াতের তিনজন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাতজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এইচকে/