গাইবান্ধায় বিদ্যুৎ অফিসে তালা

কর্মকর্তা-কর্মচারীদের সকাল-সন্ধ্যা অবস্থান ধর্মঘট

 





গাইবান্ধায় বিদ্যুৎ অফিসে তালা দিয়ে সকাল-সন্ধ্যা অবস্থান ধর্মঘট ধর্মঘটগাইবান্ধায় বিদ্যুৎ অফিসে তালা দিয়ে সকাল-সন্ধ্যা অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

এর ফলে দাপ্তরিক কাজসহ অন্যান্য কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে করে বিদ্যুৎ গ্রাহকরা ভোগান্তির শিকার হন।

দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তরের চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার দুপুরে অফিসের সামনে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের জেলা সভাপতি খায়রুল ইসলাম, বিদ্যুৎ বিভাগ সিবিএ সভাপতি মানিক আহমেদ, সাধারণ সম্পাদক মাজদার রহমান রঞ্জু প্রমুখ।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ ও সহকারী প্রকৌশলী সাজেদুল ইসলাম শাহীন।

বক্তারা বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লাভজনক হওয়া সত্ত্বেও নানামুখী চক্রান্তের ফলে কোম্পানিকরণ করা হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীরা যেভাবে চাকরি জীবন শুরু করেছিলেন, সেভাবেই শেষ করতে চান। কোনও ষড়যন্ত্র তারা মেনে নেবেন না। কোম্পানিকরণের ফলে বর্তমান সরকারের ভিশন-২১ কর্মসূচিও ব্যাহত হবে।

নেতৃবৃন্দ এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপও কামনা করেন।

/এবি/