প্রক্সি দিতে এসে শ্রীঘরে দুই শিক্ষার্থী

Lalmonirhat Mozida Khatun Govt Women College Picture_Moazzem Hossain_23-10-2016জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি (আবশ্যিক)পরীক্ষায় প্রক্সি দিতে এসে দুই শিক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার সহকারী কশিমনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আসাদুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত এ রায় প্রদান করেন।   

ওই দুই শিক্ষার্থী হলেন, সাব্বিউর রহমান (২৫) ও মশিউর রহমান (২১)।  

সাব্বিউর রহমানের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার পূর্বকাচু এলাকায়। তিনি রাবির রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। লালমনিরহাট সরকারি কলেজের দর্শন (অনার্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হামিদুল ইসলামের পরিবর্তে তিনি লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন।

মশিউর রহমানের বাড়ি রংপুর কোতোয়ালি থানার মহেশখালী এলাকায়। তিনি রংপুর কারমাইকেল কলেজের হিসাববিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। লালমনিরহাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পবিত্র কুমারের পরিবর্তে তিনি একই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন।

জানা গেছে,জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স দ্বিতীয় বর্ষ (বিশেষ) পরীক্ষা ২০১৫ এর আওতায় শনিবার একাডেমিক সেশন ২০১১-১২ এর মান উন্নয়ন পরীক্ষার্থীরা ইংরেজি (আবশ্যিক) বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে দুই পরীক্ষার্থী হামিদুল ইসলাম ও পবিত্র কুমারের পরিবর্তে সাজাপ্রাপ্ত ওই দুই ভুয়া পরীক্ষার্থী ইংরেজি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মো.জাকির হোসাইন বলেন, ‘সংশ্লিষ্ট পরীক্ষা কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে ভুয়া পরীক্ষার্থীর বিষয়টি অবহিত হয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীম আরা বেগমকে জানায়। এরপর তাদের দুই জনকে অধ্যক্ষের কক্ষে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা চায়।’

কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীম আরা বেগম বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান কলেজে আসেন।

সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান বলেন, সাজাপ্রাপ্ত দুই ভুয়া পরীক্ষার্থী যাদের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন সেই দুই মূল পরীক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদ ওই শিক্ষার্থীকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এমডিপি/