এমপি লিটন হত্যা মামলায় জামায়াতের ৩ নেতাকর্মী আটক

গাইবান্ধার এমপি মনজুরুল ইসলাম লিটনগাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য জামায়াতের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে সুন্দরগঞ্জ উপজেলার ১১ নম্বর হরিপুর ইউনিয়নের চর চরিতাপাড়া ও বামনডাঙ্গা ইউনিয়নের রামভদ্র গ্রাম থেকে তাদের আটক করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, হরিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড (চর চরিতাপাড়া) জামায়াতের সভাপতি আলাউদ্দিন (৫২), একই ওয়ার্ডের সাবেক সভাপতি রফাত উদ্দিন (৬৩) ও বামনডাঙ্গা ইউনিয়নের রামভদ্র গ্রামের জামায়াতের কর্মী আল আমিন সরকার (৩২)।

ওসি মো. আতিয়ার রহমান জানান, লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে তাদের থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া আটকদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছেন ওসি আতিয়ার রহমান।  

/এমডিপি/