পঞ্চগড় থেকে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সীমান্তপঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে মো. আওলাদ হোসেন (৪৮) নামে বাংলাদেশি এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার রাতে বেরুবাড়ি বিএসএফের টহলরত সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আওলাদের বাড়ি হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের বাহাল উদ্দিনের ছেলে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হাড়িভাসার বেরুবাড়ি সীমান্তে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক চলছে।

বিজিবি জানায়, আওলাদ রাতে বাজার থেকে ওই সীমান্তের মেইন পিলার ৫৩ এর ২ নম্বর সাব পিলার এলাকা দিয়ে বাসায় ফিরছিলেন। এসময় বেরুবাড়ি বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। রাতেই বিষয়টি বিজিবিসহ সংশ্লিষ্টদের জানায় আওলাদের পরিবারের লোকজন।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফএস/

আরও পড়ুন- 



পাবলিক বনাম প্রাইভেট ইউনিভার্সিটি: শিক্ষার্থী প্রতি খরচের পার্থক্য মাত্র ১২৩৮ টাকা