এমপি লিটন হত্যা মামলা: জবানবন্দি দিচ্ছেন কাদের খাঁন

ডা. আবদুল কাদের খানগাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ডা. কর্নেল (অব.) আবদুল কাদের খাঁন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন। শনিবার বিকেলে ১০ দিনের রিমান্ড চলাকালে তাকে জবানবন্দি দেওয়ার জন্য গাইবান্ধার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালতের বিচারক মো. জয়নুল আবেদিন তার জবানবন্দী রেকর্ড করছেন।

আদালতে কোর্ট ইন্সপেক্টর (জিআরও) শাহ আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতে তোলার পর থেকে জবানবন্দি দিচ্ছেন কাদের খাঁন।

এর আগে মঙ্গলবার রাতে বগুড়ার বাসা থেকে ডা. কাদের খাঁনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার সকালে জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে তাকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। পরে বিকালে তাকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালতের বিচারক মইনুল হাসান ইউসুব তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ (মাস্টারপাড়া) গ্রামের নিজ বাড়িতে এমপি লিটনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে ১ জানুয়ারি সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

/এমডিপি/