লালমনিরহাটে ধরলার পানিতে ডুবে শিশু নিহত, নিখোঁজ ৩

লালমনিরহাট জাতীয় কবরস্থানে দাফন করা হয় নাজিম হোসেনকে (ছবি- প্রতিনিধি)

লালমনিরহাটের সদর উপজেলায় আশ্রয়ের সন্ধানে যাওয়ার সময় ধরলা নদীর পানিতে ডুবে নাজিম হোসেন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নাজিমের মাসহ তিনজন নিখোঁজ রয়েছেন। রবিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কুলাঘাটের পশ্চিম বরুয়া এলাকায় এ ঘটনা ঘটে। লালমনিরহাটের জেলা প্রশাসক শফিউল আরিফ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নাজিম কুলাঘাটের পূর্ব বরুয়া এলাকার রবিউল ইসলামের ছেলে। নিখোঁজ তিনজন হলেন- রবিউল ইসলামের স্ত্রী নাজমা খাতুন (২২), নাজমা খাতুনের চাচাতো বোনের স্বামী মোজাম্মেল হোসেন (৪৫) এবং মোজাম্মেল হোসেনের ছেলে আলিফ হোসেন (৭)।

লালমনিরহাট কুলাঘাট ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস আলী জানান, আজ (রবিবার) সন্ধ্যার আগে কুলাঘাটের পূর্ব বরুয়া  এলাকা থেকে নাজমা খাতুন, নাজিম হোসেন, মোজাম্মেল হোসেন ও আলিফ হোসেন হাটা পথে আশ্রয়কেন্দ্রের সন্ধানে যাচ্ছিলেন। হঠাৎ তারা ধরলার পানিতে ডুবে যায়। এতে চারজনই নিখোঁজ হন। পরে নাজিমের লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।  তবে অপর তিনজনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।

জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল পাঠানো হয়েছে। নাজিম হোসেনের লাশ লালমনিরহাট জাতীয় কবরস্থানে দাফন করা হয়েছে।’

/এমএ/এআর/