মানুষ যখন বন্যা মোকাবিলায় ব্যস্ত, খালেদা জিয়া তখন লন্ডনে ষড়যন্ত্রে লিপ্ত: মায়া

ঠাকুরগাঁওয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মায়া

দেশের ১১টি জেলা এখন পর্যন্ত পানির নিচে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, যে সময় দেশের মানুষ বন্যা মোকাবেলায় ব্যস্ত, তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া লন্ডনে বসে কিভাবে একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করবেন সেই ষড়যন্ত্রে লিপ্ত।’  শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমী চত্বরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘হাওড় এলাকার বিপর্যয়, পাহাড় ধস ও ঘূর্ণিঝড়ের মতো বর্তমান বন্যাও সফলভাবে মোকাবেলা করেছে সরকার। বন্যাদুর্গতদের ত্রাণ ও পূনর্বাসন করা হচ্ছে। যা নিয়ে কোথাও সরকারের বিরূদ্ধে কোনো অভিযোগ নেই। হাওড়ের বন্যাসহ কোনও দুর্যোগেই বিএনপিকে মানুষ দেখছে না।

তিনি বলেন, সংসদ সদস্য, প্রশাসন সবাই মিলে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করুন, ক্ষতির পরিমাণ চিহ্নিত করুন সরকারের হাতে পর্যাপ্ত ব্যবস্থা আছে, যদি খতির পরিমাণ একশ’ হয় সরকার দেবে একশ’ দশ টাকা। প্রত্যেক বন্যার্ত যতদিন স্বাভাবিক সুস্থ্য পরিবেশে না ফিরতে পারবেন, ততদিন পর্যন্ত তাদের খাদ্য, চিকিৎসা ও ঘর নির্মাণসহ সব দ্বায়িত্ব সরকার নিচ্ছে।’

সত্যিকার বন্যার্তরাই যেন ত্রাণ ও প্রয়োজনীয় সরকারি সাহায্য পান সেটা উল্লেখ করে ত্রাণমন্ত্রী বলেন, এক্ষেত্রে কোনো দুর্নীতি অনিয়ম বরদাস্ত করা হবে না।

ত্রাণ বিতরণ শেষে তিনি বন্যাদুর্গত ডিসি বস্তী এলাকা পরিদর্শন করেন ও সেখানে ত্রাণ বিতরণ করেন।

জেলা প্রশাসক আব্দুল আউয়ালের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি, অধ্যাপক ইয়াসিন আলী এমপি, ঠাকুরগাঁও-পঞ্চগড় সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা, ও মহাপরিচালক রিয়াজ আহমেদ। 

/জেবি/

আরও পড়তে পারেন: গোয়েন্দা পুলিশ পরিচয়ে লুট, ট্রাকসহ ৯টি গরু উদ্ধার