বুড়িমারী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

আটকলালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে বিএসএফের হাতে রিপন মিয়া ওরফে লিপন নামে এক বাংলাদেশিকে আটক করেছে। বিজিবি সূত্রে এ খবর পাওয়া গেছে।

রিপনের (২৬) বাড়ি পাটগ্রাম উপজেলার ঝাকুয়াটারী এলাকায়। এ ঘটনায় শনিবার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্র ও এলাকাবাসী জানায়,গত ১ আগস্ট বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসার কাজে ভারত যান। কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমার সর্দারপাড়া এলাকায় তার নানা মনিরুল ইসলামের বাড়িতে ওঠেন। গত ২২ সেপ্টেম্বর রাতে চ্যাংরাবান্ধা রেলওয়ে স্টেশনের তেলিপাড়া থেকে তাকে কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়ন আটক করে।

বুড়িমারী স্থলবন্দর বিজিবি কোম্পানি কমান্ডার ফোরকানুল হক বলেন,বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। রিপনকে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় স্থানীয় জনতা আটক করে বিএসএফের নিকট সোপর্দ করেছে। আটক হওয়ার পর রিপন পাসপোর্ট দেখাতে পারেননি। এ কারণে তাকে মেখলিগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন,চোরাকারবারীরা আগে তারকাটা কেটে ভারতে ঢুকতো। এখন পাসপোর্ট দিয়ে যায়। রিপন মিয়াও পাসপোর্ট নিয়ে ভারতে গিয়ে ব্যবসা করতো।